নওগাঁয় সেনা অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আটক ফারুক হোসেন ও তার স্ত্রী। ছবি : এনটিভি অনলাইন
নওগাঁর বদলগাছি উপজেলার জগদীশপুর ইউনিয়নে বিশেষ অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন- নওগাঁ জেলার মো. ফারুক হোসেন (৫১) ও তার স্ত্রী।
জয়পুরহাট আর্মি ক্যাম্পের ১১ পদাতিক ডিভিশনের মেজর ওয়াজেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর বদলগাছি উপজেলার জগদীশপুর ইউনিয়নে মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।