কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একমাত্র সরকারি ৫০ শয্যার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর বা জ্বরের উপসর্গ নিয়ে রোগীর ভিড়ে শয্যা সংকট দেখা দিয়েছে। প্রায় ৩ লাখ মানুষের সেবাদানকারী এই হাসপাতালে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসছেন। গত এক মাসে জ্বর আক্রান্ত প্রায় ২ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে নিয়মিত রোগীর পাশাপাশি জ্বর নিয়ে আসা রোগীর ভিড়ে অনেকেই বেড না পেয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের ৬ জন ডাক্তার ও প্রতি শিফটে ৩ জন নার্স তাদের সেবা প্রদান করছেন। করোনা সময়ের পর এই হাসপাতাল সর্বোচ্চ সংখ্যক জ্বরের রোগী পেয়েছে।
এক রোগীর স্বজন তহুরা খাতুন বলেন, আমার স্বামী কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। বাসায় চিকিৎসা নিয়ে ভালো না হওয়ায় হাসপাতালে ভর্তি করেছি।
কালীগঞ্জ উপজেলা স্বা

স্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. আসমা খাতুন বলেন, প্রতিদিন এখানে ৬০ থেকে ৭০ জন রোগী জ্বর নিয়ে আসছেন। এটি সাধারণ জ্বর। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সম্পূর্ণ সুস্থ হতে কয়েক দিন সময় লাগবে।