তারুণ্যের অগ্রযাত্রার সারথি এনটিভি : ড. কামরুল আহসান

বাংলাদেশের জন্মের যে অঙ্গীকার ছিল, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি বিভিন্ন চড়াই-উৎরাই পার করে, অন্যায়ের সাথে কোনো আপস না করে সেই অঙ্গীকার বাস্তবায়নে ভূমিকা রেখে যাচ্ছে।
আমরা একাত্তর, নব্বই এবং সর্বশেষ চব্বিশে এসে দেখেছি— তারুণ্যের যে শক্তি তা কখনও বাংলাদেশকে পথ থেকে বিচ্যুত হতে দেয়নি। সবসময় তরুণরা বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছে।
এনটিভি সবসময় এই তারুণ্যের অগ্রযাত্রায় সারথি হয়ে ছিল, আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। তবে নতুন করে তরুণদের ওপর যে ভরসা করা হচ্ছে এবং তারা যে স্বপ্ন দেখাচ্ছে, আশা করি, এনটিভি তরুণদের স্বপ্নের সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দেবে।
ছাত্র-জনতা ও তারুণ্যের প্রাণ উৎসর্গের বিষয়টি গুরুত্ব দিয়ে এনটিভি এমনভাবে তাদের আয়োজনগুলো সাজাবে যাতে যে অঙ্গীকার নিয়ে আমরা সবাই মিলে চব্বিশে গণঅভ্যুত্থান করেছি, এনটিভি যেন সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে যেন সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারে।
বাইশ বছর পেরিয়ে ২৩ বছরে পা দিয়েছে এনটিভি। এই শুভক্ষণে এনটিভির কলাকৌশলী, দর্শক-শ্রোতাসহ সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা।
লেখক : উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।