স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্য কী?

স্ট্রোক ও হার্ট অ্যাটাককে অনেকে এক ভাবেন। তবে এগুলো কিন্তু এক নয়। এর মধ্যে রয়েছে পার্থক্য। তবে দুটোই কিন্তু জীবনঘাতী। সময়মতো চিকিৎসা না নিলে দুটোর ক্ষেত্রেই ঝুঁকি বাড়তে পারে।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৩৫৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. নূর আলম। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্য কী?
উত্তর : হার্ট অ্যাটাক হার্টে হয়। রক্তনালিতে রক্ত জমাট বেঁধে, কোলেস্টেরল জমে রক্তনালি সরু হওয়ার বিষয়টিকে হার্ট অ্যাটাক বলে।
আর স্ট্রোক হয় মস্তিষ্কে। সাধারণত স্ট্রোকের রোগীরা অজ্ঞান হয়ে যায়। হাত-পা বা শরীরের যেকোনো এক পাশ অবশ হয়ে যায়। এটি হলো স্ট্রোক।
হার্ট অ্যাটাক ও স্ট্রোক দুটো ভিন্ন জিনিস। হার্ট অ্যাটাকের রোগীও অজ্ঞান হতে পারে, তবে এখানে অবশ হবে না। রোগী হার্ট অ্যাটাকে তীব্র বুকে ব্যথা অনুভব করবে। আর স্ট্রোকের রোগী সাধারণত বুকে ব্যথা অনুভব করে না।