‘কন্যা’র পর এবার কনার ‘সোনা জান’

‘কন্যা’র পর এবার ‘সোনা জান’। সংগীতশিল্পী কনা ফিরলেন আরও এক প্রেমভরা গানের ধামাকা নিয়ে। রবিবার (১৩ জুলাই) প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘সোনা জান’।
এই গানেও কনার সঙ্গে আছেন ‘কন্যা’ খ্যাত তিনজন— গীতিকার রবিউল ইসলাম জীবন, সুরকার ও সংগীত পরিচালক আদিব কবির। ট্রেন্ডি কথার সঙ্গে সুরে মিশেছে ভরপুর ভালোবাসার আবহ।
ভিডিওটিও হয়েছে চোখ জুড়ানো। মনোরম লোকেশনে নির্মিত এই গানে মডেল হয়েছেন কলকাতার দুই অভিনয়শিল্পী অলিভিয়া সরকার ও অমিত পাল। রোমান্টিক দৃশ্যায়নে ভরা ভিডিওটির পরিচালনায় ছিলেন মোহন ইসলাম। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল।
প্রযোজনা প্রতিষ্ঠান কেএম মিউজিকের ব্যানারে ভিডিওটি তৈরি হয়েছে, প্রযোজক মাহামুদুল হাসান শোভনের তত্ত্বাবধানে। তিনি বলেন, ‘গানটিতে দুই বাংলার দর্শকদের কথা মাথায় রেখেই পরিচিত মুখদের রাখা হয়েছে। অলিভিয়া সরকার স্টার জলসার জনপ্রিয় মুখ, সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ করেছেন।’
গানটি এখন দেখা যাচ্ছে কেএম মিউজিকের ইউটিউব চ্যানেলে। প্রেমের মৌসুমে কনার কণ্ঠে এই গান শ্রোতাদের মনে ছড়িয়ে দিচ্ছে উষ্ণতার পরশ।