নাবিলার স্বপ্ন পূরণ

অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ দিয়ে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এরপর ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাতে অভিনয়ের প্রায় তিন বছর পরে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাতে অভিনয় করে আবারও নেটিজেনদের মাঝে আলোচনায় এসেছেন।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি অবকাশ যাপনে রয়েছেন যুক্তরাজ্যে। ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন সেই ছবি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, লন্ডনের টাওয়ার ব্রিজের পাশে চোখে রোদ চশমা দিয়ে ফটোশুট করেছেন। নাবিলা নেটিজেনদের জানান, তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল লন্ডনের টাওয়ার ব্রিজের ওখানে যাবে এবার সেই স্বপ্নই সত্যি হলো।

স্বপ্ন পূরণের কথা ব্যক্ত করে এ নাবিলা লিখেছেন, ‘আমি ছোটবেলা থেকেই এই শহরটিতে যেতে চেয়েছিলাম। বহুবার চেষ্টাও করেছি, কিন্তু কোনো না কোনোভাবে প্রতিবারই কিছু একটা এসে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মনে হয়, প্রতিটি জিনিসেরই নিজস্ব সময় আর গন্তব্য থাকে।’
প্রসঙ্গত, এবার নাবিলা ভিকি জাহেদ পরিচালিত ‘আকা’ সিরিজে কাজ করবেন। অভিনেতা আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের একটি সূত্র জানিয়েছে, সিরিজটির নাম পরিবর্তন হতে পারে। ‘আকা’ থেকে এটি ‘আজাদ’ও হতে পারে।