থেমে গেছে শাকিবের ‘তাণ্ডব’, বাজিমাত করে চলেছে ‘উৎসব’

ঈদুল আজহায় মুক্তি পাওয়া দুই আলোচিত সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’—এক মাস পেরিয়ে একেবারে ভিন্ন পথে হাঁটছে। গল্প, নির্মাণশৈলী ও তারকাবহুল উপস্থিতির দিক থেকে দুটোই প্রশংসিত হলেও, এখন হলে টিকিয়ে রাখার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে ‘উৎসব’।
মুক্তির ৩০ দিন পর, ষষ্ঠ সপ্তাহে এসেও দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ১৫টি শো পাচ্ছে ‘উৎসব’। অন্যদিকে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ এখন চলছে কেবল দুটি শাখায়, দিনে মাত্র দুটি শো।
প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্যমতে, ৩০ দিনে মাল্টিপ্লেক্স থেকে ‘উৎসব’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে ৫ কোটি ৪৭ লাখ টাকার। একই সময়ে ‘তাণ্ডব’ সিনেমার টিকিট বিক্রির অঙ্ক ১০ কোটি ৩৫ লাখ টাকা। আয় বেশি হলেও নাটকীয়ভাবে কমে এসেছে ‘তাণ্ডব’-এর শো সংখ্যা, যেখানে ‘উৎসব’ এখনো একাধিক শাখায় প্রতিদিন একাধিক শো ধরে রেখেছে।
এ থেকে স্পষ্ট, প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখার দিক থেকে জিতছে ‘উৎসব’। বরং বলা যায়, দর্শক ভিড় কমছে না—বরং ধীরে ধীরে বাড়ছে তানিম নূরের এই সিনেমাটির প্রতি আগ্রহ।
ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। চিত্রনাট্যে ছিলেন আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। অভিনয়ে আছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।
এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘তাণ্ডব’ পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়াত প্রমুখ। অতিথি চরিত্রে ছিলেন সিয়াম আহমেদ ও আরফান নিশো।
এক মাস পার করে, এখন হলে দর্শক ধরে রাখা ও শো সংখ্যার দিক দিয়ে এগিয়ে ‘উৎসব’। পরবর্তী সপ্তাহগুলোতে কী হয়, এখন সেই দিকেই তাকিয়ে সিনেমাপ্রেমীরা।