নেত্রকোনায় পুলিশের মৌসুমি ফল উৎসব

নেত্রকোনায় প্রথম বারের মতো বর্ণাঢ্য আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নেত্রকোনা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়।
ফল উৎসবে দেশি-বিদেশি রসালো শতাধিক মৌসুমি ফলের সমাহার ছিল চোখে পড়ার মতো। একই সময়ে জেলার ১০টি থানা, ফাঁড়ি এবং তদন্তকেন্দ্রে এ ফল উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বিভিন্ন জাতের আম, কাঁঠাল, লিচু, আনারস, জাম, পেঁপে, লটকন, লুকলুকি, পেয়ারা, দেশি কলা, পাহাড়ি কলা, জামরুল, কামরাঙ্গা, আমড়া, আমলকি, ড্রাগন, রামবুটানসহ বিভিন্ন মৌসুমি ফলের স্টল সাজানো হয়।
ফল উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ইন-সার্ভিস টেনিং সেন্টার) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস টেনিং সেন্টার) রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল, সাহিদুর রহমান, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম. কিবরিয়া চৌধুরী হেলিম, সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল, আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মো. পারভেজ আলম এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।