দীর্ঘদিন আটকে থাকা ‘অন্যদিন…’ সিনেমা মুক্তি পাবে ১১ জুলাই

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা আর পুরস্কারে সম্মানিত কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’ অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। দীর্ঘ প্রতীক্ষার পর ১১ জুলাই থেকে টানা সাতদিন প্রেক্ষাগৃহেদেখা যাবে আলোচিত এই সিনেমা।
‘জলত্রয়ী’ ট্রিলজির দ্বিতীয় এই সিনেমাটি এরইমধ্যে ইডফা, কান, লোকার্নো, ক্যামডেন, সিডনি, জুরিখসহ বিশ্বের বিভিন্ন নামকরা উৎসবে অংশ নিয়ে পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।
তবে দেশে এতদিন সিনেমাটি মুক্তি পেতে বাধা ছিল সেন্সর বোর্ডের আপত্তির কারণে।
প্রযোজক সারা আফরীন জানিয়েছেন, ‘অন্যদিন…’ ২০১৪ সালে সানড্যান্স থেকে প্রজেক্ট গ্রান্ট পায়, ২০২১ সালে ইডফায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়—এরপরই শুরু হয় আন্তর্জাতিক যাত্রা। কিন্তু দেশে সিনেমাটি আটকে ছিল রাজনৈতিক ভাষ্য ঘিরে।
পরিচালক কামার আহমাদ সাইমন বলেন, “একটা সিনেমাকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া। এবার সেই গুম থেকে মুক্তি মিলছে।”
১১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘অন্যদিন…’-এর মুক্তি—প্রেক্ষাগৃহেই দেখা যাবে ‘সিনেমা’ হয়ে ওঠা এক রাজনৈতিক সাহস।