বিয়ে করেছেন দর্শন রাভাল

বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। শনিবার (১৮ জানুয়ারি) ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি প্রকাশ করে এ সুখবর জানিয়েছেন তিনি নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন দর্শন। পাত্রীর নাম ধরল সুরেলিয়া। বিয়ের আগে থেকেই তাঁদের পরিচয় ছিল। বন্ধুত্ব থেকে প্রেম, এবার বিয়ে। দর্শনের স্ত্রী পেশায় একজন আর্কিটেক্ট। পাশাপাশি তিনি একজন প্রফেশনাল ডিজাইনার এবং উদ্যোক্তা।
বিয়ের বেশকিছু ছবি শেয়ার করে ক্যাপশনে দর্শন রাভাল লিখেছেন, ‘আমার সেরা বন্ধু চিরকাল।’
২০১৪ সালে রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশ নেওয়ার পরই জনপ্রিয়তা পেতে থাকেন দর্শন রাভাল। এরপর বলিউডের সিনেমায় প্লেব্যাক তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’, ‘মিত্রন’, ‘এক লড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’সহ অসংখ্য সিনেমায় গান গেয়েছেন তিনি।