তারকার প্রথম
কল্যাণের প্রথম ব্রেকআপ ক্লাস এইটে

জনপ্রিয় মডেল-অভিনেতা কল্যাণ কোরাইয়া ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপন করে আলোচনায় এসেছিলেন। ঢাকা শহরজুড়ে ছিল কল্যাণের বিলবোর্ড। এনটিভি অনলাইনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রথম বিলবোর্ডে নিজেকে দেখার অনুভূতি ছাড়াও অনেক বিষয় নিয়ে কথা বলেছেন কল্যাণ।
প্রথম স্কুল : এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল।
প্রথম শিক্ষক : ডেভিড স্যার। শিক্ষক হিসেবে তিনি খুব চমৎকার ছিলেন। সবার সঙ্গে ফ্রেন্ডলি ছিলেন তিনি। ছাত্র হিসেবে আমি মোটামুটি লেভেলের ছিলাম।
প্রথম অভিনীত নাটক : এটা ২০০৭ সালের কথা। নাটকের নাম ছিল ‘প্রেম ও পরাবাস্তবতা’। নাটকটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। সুমন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ।
প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা : সংলাপ দিতে ভয় পেয়েছি। শুটিংয়ের সময় মনে হয়েছে, না জানি কখন পরিচালক বকা দেন। ক্যামেরার কাজ দেখেও বিস্মিত লেগেছে। কখনো অভিনয় না করে ক্যামেরার সামনে দাঁড়ানো অনেক চ্যালেঞ্জিং।
প্রথম বিজ্ঞাপন : ২০০৬ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন করেছি। বিজ্ঞাপনে দুইটা দৃশ্য ছিল। ছোট ছোট শট দিতে হয়েছিল। শুটিংয়ের সময় ভয় পেতে পেতে ভয় চলে গিয়েছিল।
প্রথম বিলবোর্ড : গ্রামীণফোনের বড় বিলবোর্ড হয়েছিল। ঢাকা শহরের সব জায়গায় আমার বিলবোর্ড হয়েছিল। বিলবোর্ডে আমাকে দেখে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন অনেক প্রশংসা করেছিলেন। প্রশংসা শুনে তখন অনেক রোমাঞ্চিত হতাম। সেই সময়ে বিলবোর্ড অনেক বড় ব্যাপার ছিল। একটা বিজ্ঞাপনের বিলবোর্ড দেখে ১০টা নাটকের কাজের প্রস্তাব আসত। এখন সেটা নেই। নিজেকে বিলবোর্ডে দেখার আনন্দও আগের মতো নেই।
প্রথম পারিশ্রমিক : প্রথম বিজ্ঞাপন করে পাঁচ হাজার টাকা পেয়েছিলাম। এটাই আমার প্রথম পারিশ্রমিক ছিল। এক হাজার টাকা নিজের কাছে রেখে বাকি টাকা মাকে দিয়েছি। আর সেই এক হাজার টাকা দিয়ে বন্ধুরা মিলে বার্গার খেয়েছিলাম।
প্রথম অভিনীত চলচ্চিত্র : মাসুদ আখন্দ পরিচালিত চলচ্চিত্র ‘পিতা’। মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ছবিটিতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলাম। ছবির শুটিং করার সময় অনেক কেঁদেছিলাম। মনে হয়েছিল, সত্যি সত্যি যুদ্ধ করছি।
প্রথম পড়া গল্পের বই : উইলিয়াম শেকসপিয়রের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ পড়েছি। ছোটবেলায় অনেক গল্পের বই পড়তাম।
প্রথম প্রেম : এটা সম্ভবত ২০০২ কিংবা ২০০৩ সালের কথা। তখন আমি ক্লাস এইটে পড়ি। এক ক্লাসমেটের সঙ্গে আমার প্রথম প্রেম হয়েছিল। ওই সময় কোচিং ক্লাসে চিঠি দেওয়া-নেওয়ার মাধ্যমে আমরা প্রেম করেছিলাম। দেখাও হতো শুধু ক্লাসে। এর বাইরে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না।
প্রথম ব্রেকআপ : আমার ক্লাস এইটে প্রথম ব্রেকআপ হয়। মানে আমার প্রথম প্রেমের বয়স ছিল মাত্র ছয় মাস। ব্রেকআপের পর আমার দুনিয়া মনে হয় দুই ভাগ হয়ে গিয়েছিল। খুব কান্না করতাম। বন্ধুরা এটা নিয়ে খুব মজা করত। তখন পুরোনো দিনের রোমান্টিক হিন্দি ও ইংলিশ গান খুব শুনেছি।