‘কি’ কারিনা, ‘কা’ অর্জুন!

কারিনা হবেন ‘কি’, অর্জুন কাপুর হবেন ‘কা’। কি, আজগুবি লাগছে নাকি? কী আর করবেন বলুন, ছবির নামটাই যে এমন উদ্ভট! আর বাল্কির নতুন রোমান্টিক কমেডিতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান ও অর্জুন, জানা গেল এনডিটিভির খবরে। ছবির নাম- ‘কি অ্যান্ড কা’!
ছবিটি অবশ্য এ বছরে নয়, আগামী বছরের দিকে আসছে বড় পর্দায়। এখনো দিন-তারিখ নির্ধারিত হয়নি, তবে কারিনার সাথে অভিনয়ের ব্যাপারে স্বাভাবিকভাবেই উচ্ছসিত অর্জুন কাপুর। সেই উচ্ছ্বাস টের পাওয়া গেল সামাজিক মাধ্যম টুইটারে।
গতকাল বিকেলের দিকে টুইট করেন অর্জুন, “এক উচ্চাভিলাষী মেয়ের সাথে পরিচয় হয় দুর্দান্ত এক ছেলের। ২০১৬ সালের গ্রীষ্মে আমি বাল্কি আর কারিনা মিলে আপনাদের দেখাব ‘কি ও ‘কা’র প্রেমকাহিনী।”
৩০ বছর বয়সী অর্জুন এবং ৩৪ বছরের কারিনার এই প্রথম একসাথে কাজ করা।
অর্জুন ও কারিনা ছাড়াও এই ছবিতে বিশেষ উপস্থিতি থাকছে অমিতাভ বচ্চনের। আর বাল্কির আবার বিগ বির প্রতি আলাদা টান। এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত তাঁর তিনটি ছবির (চিনি কম, পা, শমিতাভ) সব কটিতেই ছিলেন অমিতাভ।