ফেসবুক হ্যাক হওয়ার অভিযোগ চিত্রনায়িকা ববির
নিজের ফেসবুক পেইজ হ্যাক হওয়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা ববি। কয়েকদিন ধরে তিনি শুটিং নিয়ে ব্যস্ত থাকায় ফেসবুকে সময় দিতে পারেননি। এরই মাঝে নিজের অ্যাকাউন্টে ঢুকতে চাইলে ঢুকতে না পারলেও বিষয়টি সাধারণ ভাবেই নেন তিনি। আজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি ফোন দিয়ে এনটিভি অনলাইনকে জানান।
চিত্রনায়িকা ববি এনটিভি অনলাইনকে বলেন, “ঈদের দুইদিন পর থেকেই ‘রাজাবাবু’ ছবির টানা শুটিং করছি, তাই ফেসবুকে সময় দিতে পারিনি। কয়েকজন আমাকে ফোনে জানিয়েছে আমার ফেসবুকে কী সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করি ঢুকতে কিন্তু পারিনি। তখন ভেবেছিলাম ইন্টারনেটের সমস্যা হবে হয় তো। কিন্তু আজ চেক করতে গিয়ে টের পেলাম আমার ফেসবুক হ্যাক হয়েছে। ভয় করছে, এই সুযোগে কেউ আমার ভক্তদের সাথে প্রতারণাও করতে পারে। আমি আমার ভক্তদের বিষয়টি জানাতে চাই। আমি চেষ্টা করছি ফেসবুক আইডিটা উদ্ধার করার, হয়ে গেলেই সবাইকে আবার জানিয়ে দেব।’
শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে ত্রিভুজ প্রেমের ছবি ‘রাজাবাবু’তে অভিনয় করছেন ববি। এ ছবি সম্পর্কে জানতে চাইলে ববি বলেন, “বদিউল আলম স্যারের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে ‘হিরো : দ্য সুপার স্টার’-এ কাজ করেছিলাম। তাঁর সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। ছবির প্রাথমিক অবস্থা থেকেই আমি যুক্ত। যখন পরিচালক গল্প নিয়ে কাজ করছিলেন, তখন থেকেই বিষয়টা জানতাম। কাহিনী ও গল্পে ব্যতিক্রম রয়েছে বলে ছবিটি দর্শকহৃদয়ে জায়গা করে নেবে।”
অন্যদিকে, ওপার বাংলার ছবিতে ববি ব্যস্ত হয়ে উঠবেন আগামী সপ্তাহ থেকেই। বিক্রম চোপড়ার পরিচালনায় ‘রংবেরং’ ছবিতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় আরো একটি ছবিতে অভিনয় করবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। শোনা যাচ্ছে, ববির বিপরীতে দেখা যেতে পারে আবির চট্টোপাধ্যায়কে। এ লক্ষ্যে কিছুদিনের জন্য ভূমধ্যসাগরের ছোট্ট দেশ মাল্টায় পাড়ি জমাবেন ববি। দুটি ছবিরই শুটিং হবে সেখানে।
নায়িকা ববি আরো বলেন, “‘রাজাবাবু’র পর ‘পিকনিক’ ছবি নিয়ে ব্যস্ত হয়ে উঠব। নিজের হোম প্রোডাকশনের ছবি ‘রক্ষা’র প্রাথমিক কাজকর্ম সেরে ফেলেছি। খুব তাড়াতাড়ি ঘোষণা দিয়ে ‘রক্ষা’ ছবি নিয়ে মাঠে নামব।”