‘ম্যাডাম ফুলি-২’ আমার নতুন চ্যালেঞ্জ : সিমলা

ঢালিউডের জনপ্রিয় নায়িকা সিমলা ‘ম্যাডাম ফুলি’তে দুর্দান্ত অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সেটাই ছিল তাঁর প্রথম চলচ্চিত্র। পরিচালক আশিকুর রহমান আশিক এবার নির্মাণ করতে যাচ্ছেন ‘ম্যাডাম ফুলি-২’। এখানেও অভিনয় করবেন সিমলা। ‘ম্যাডাম ফুলি-২’ ছবির কাজ করার প্রস্তুতি ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন চিত্রনায়িকা সিমলা।
প্রশ্ন : ‘ম্যাডাম ফুলি-২’ ছবির কাজের প্রস্তুতি কীভাবে নিচ্ছেন?
উত্তর : এই ছবির জন্য নতুন কোনো ছবিতে আমি এখন চুক্তিবদ্ধ হইনি। নিজেকে রুপালি পর্দায় নতুনভাবে তুলে ধরতে চাই। দর্শক যাতে বলতে না পারে, একঘেয়ে লাগছে। ছবিতে অ্যাকশন দৃশ্য অনেক। আমাকে ফাইট করতে হবে। তাই প্রস্তুতি ভালোভাবে নিচ্ছি।
প্রশ্ন : ‘ম্যাডাম ফুলি’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘ম্যাডাম ফুলি-২’ নিয়ে আপনি কতটা আশাবাদী?
উত্তর : ‘ম্যাডাম ফুলি-২’ আমার নতুন চ্যালেঞ্জ। এটা আমার বিরাট ভাগ্য যে, প্রথম ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। দর্শকের জন্য আমি অভিনয় করি। পুরস্কার মুখ্য বিষয় নয়। তবে পুরস্কার পেলে অনেক ভালো লাগবে। দর্শকের ভালোলাগা-মন্দলাগার প্রতি নির্ভর করছে সবকিছু। আমি মনে করি, ‘ম্যাডাম ফুলি-২’ দর্শকের ভালোলাগার একটি চলচ্চিত্র হবে। ‘ম্যাডাম ফুলি-২’ এখন আমার একমাত্র ধ্যান-ধারণা।
প্রশ্ন : ছবিটির শুটিং কবে থেকে শুরু হবে?
উত্তর : এটা পরিচালক ভালো বলতে পারবেন। আমি শুনেছি, আসছে নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে। শুটিং হবে রাঙামাটি ও বান্দরবানে।
প্রশ্ন : ঈদে মুক্তিপ্রাপ্ত কোনো ছবি দেখেছেন কি?
উত্তর : এখনো দেখার সময় পাইনি। তবে খুব শিগগির ‘অগ্নি-২’ ছবিটি দেখব। শুনেছি, ছবিটির মেকিং দারুণ হয়েছে। মিডিয়ায় নতুন অনেক মুখ তাদের স্থান করে নিতে পেরেছে জেনে ভালো লাগে।
প্রশ্ন : এত বছর মিডিয়ায় কাজ করেছেন, চলচ্চিত্র জগৎ সম্পর্কে কিছু বলুন?
উত্তর : মিডিয়ায় এসে শিখেছি, সময় ও সবার সঙ্গে কীভাবে তাল মিলিয়ে চলতে হয়। সবাইকে বুঝে চলা অনেক কঠিন। এটা রপ্ত করতে আমার অনেক সময় লেগেছে। কারণ, এমনিতেই আমি একটু মুডি মেয়ে। সবার সঙ্গে মিশতে পারি না।
প্রশ্ন : আপনার ফেসবুক অ্যাকাউন্ট নেই কেন?
উত্তর : আমি আসলে সোশ্যাল নেটওয়ার্কিং ভালো পারি না। আমার কখনো ইচ্ছা হয়নি ফেসবুকে ফ্যান পেজ অথবা অ্যাকাউন্ট খুলি। আমি আমাকেই অনেক ভালোবাসি। আমি আমার কাছে ভীষণ প্রিয় একজন।