‘বজরাঙ্গি’ দেখে শিশুর কান্না, টুইট করলেন সালমান

যে ছবি দেখে আমির খান কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়েছেন, সেই একই ছবি দেখে একটি বাচ্চা মেয়েও হাউমাউ করে কান্নাকাটি করেছে। ছোট্ট সুজি মায়ের কোলে বসে কাঁদতে কাঁদতে বলে, ‘আই লাভ হিম’। অর্থাৎ সালমানকে সে ভালোবাসে।
এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা নজরে এসেছে সালমান খানেরও। তাইতো টুইটারে সুজিকে উদ্দেশ করে সালমান লিখেছেন, ‘আই লাভ ইউ টু’। সেই সঙ্গে সুজির কান্নার ভিডিওর লিংকটি শেয়ার করেছেন তিনি। এ খবর জানিয়েছে এনডিটিভি।
সুজির ভিডিওটি টুইটারে এর আগে শেয়ার করেছিলেন ছবির পরিচালক কবির খান। তিনি লিখেছিলেন, ‘অভিভূত!’
বজরাঙ্গি ভাইজান ছবিতে ৪৯ বছর বয়সী সালমানের সঙ্গে অভিনয় করেছে ছয় বছর বয়সী হারশালি মালহোত্রা। এই দুজনের আবেগী অভিনয় সবাইকে আবেগ্লাপুত করেছে।
এদিকে বক্স অফিসেও রেকর্ড গড়েছে বজরাঙ্গি ভাইজান। মুক্তির পর প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছে ১৮২ কোটি রুপি। প্রথম সপ্তাহের হিসেবে যা ছাড়িয়ে গেছে আমির খানের ‘পিকে’ এবং শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির আয়কে। তবে পেছনে ফেলতে পারেনি আমিরের ‘ধুম থ্রি’ ছবিটিকে। এ খবর জানিয়েছে এনডিটিভি।
একইসঙ্গে ‘বাহুবলি’-এর প্রথম পাঁচদিনের আয়ের রেকর্ডকেও পেছনে ফেলেছে ‘বজরাঙ্গি ভাইজান’।