৪৬টি প্রেক্ষাগৃহে শাকিবের ‘দুই পৃথিবী’

এবারের ঈদে জনপ্রিয় নায়ক শাকিব খানের ছবি মুক্তি পেয়েছে একটাই। তাই এই ছবির চাহিদাও বেশি। এ কারণে অনেক হলমালিক শাকিব খানের নতুন ছবিটি নিতে পারেননি। তাই অনেকটা বাধ্য হয়েই তারা নিজেদের প্রেক্ষাগৃহে চালাচ্ছেন গত ৫ জুন মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ও এফআই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ ছবিটি। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। অবশ্য অভিনেত্রী অহনাও রয়েছেন এই চলচ্চিত্রে। আর ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লাভ ম্যারেজ’ ছবিতেও শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন অপু।
রোজার আগেই শাকিবের ছবি মুক্তির বিষয়টি অনেককেই বিস্মিত করলেও ছবির পরিচালক বলেন, ‘ঈদের আগেই আমরা ঈদ উৎসব শুরু করতে চেয়েছিলাম।’ তিনি জানান, এবার ঈদে ৪৬ হলে এই ছবিটি মুক্তি পেয়েছে। ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, “এটি চমৎকার গল্পের ছবি। এ ধরনের ছবির জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আমাদের বিশ্বাস, ‘দুই পৃথিবী’ শাকিবভক্তদের শুধু অপেক্ষারই অবসান ঘটাবে না, ঈদকেও আরো রাঙিয়ে তুলবে।”