শাকিবকে দেখতে হাসপাতালে অপু

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন শাকিব খানকে দেখতে গেছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে হাসপাতালে যান অপু।
ঘটনাস্থলে থাকা এই প্রতিবেদক দেখেন, বোরখা পরে হাসপাতালের সামনে গাড়ি থেকে নামেন অপু। পরে শাকিব খানের বন্ধু ও প্রযোজক মো. ইকবাল অপুকে নিয়ে শাকিব খান যে কেবিনে ভর্তি আছেন, সেখানে যান।
বুকে ও ঘাড়ে ব্যথা নিয়ে আজ দুপুর ১টার দিকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিতে যান ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।
খবর পাওয়ার পর শাকিব খানকে দেখতে হাসপাতালে যান পরিচালক শামীম আহমেদ রনি। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল রাতেই শাকিব খানের শরীর খারাপ হয়। কিন্তু তখন দেখে মনে হয়নি যে ডাক্তার দেখাতে হবে। আজ সকালে তাঁর পাকস্থলির অবস্থা খারাপ হয়। এখন ডাক্তার দেখানোর পর অবস্থার আগের থেকে একটু ভালো।’
পরিচালক রনি আরো বলেন, ‘ভাইয়ার (শাকিব) মানসিক অবস্থা খুব একটা ভালো নেই।’
পরিচালক রনি ছাড়াও হাসপাতালে উপস্থিত আছেন শাকিবের মেকআপ আর্টিস্ট সবুজ খান। তিনি জানান, শাকিব খান অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
কাল পয়লা বৈশাখেই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের। কিন্তু বৈশাখের ঠিক আগের দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢালিউডের এই অভিনেতা।