শাকিবকে দেখতে ভিড় করছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান অসুস্থ হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে দেখতে শাকিবের রুমের সামনে ভিড় করছেন হাসপাতালের নার্স, চিকিৎসক, স্টাফ কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে যান শাকিব খান। এরপর সেখানে তাঁর ইসিজি সম্পন্ন শেষে হাসপাতালের ভিআইপি ক্যাবিনে ভর্তি করা হয়। সেখানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে, বেলা ১টার দিকে শাকিব খানকে হাসপাতালে ভর্তির পর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফ কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে দেখতে শাকিবের রুমের সামনে ভিড় করছেন। তাঁরা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে রুমে প্রবেশের চেষ্টা করছেন। কিন্তু রুমের সামনে দাঁড়িয়ে থাকা শাকিব খানের ব্যক্তিগত সহকারী ও নিরাপত্তাকর্মীরা তাঁদের প্রবেশ করতে দিচ্ছেন না। পরিচয়পত্র দেখে শুধুমাত্র অনুমোদিত চিকিৎসক ও নার্সরা ভেতরে প্রবেশ করতে পারছেন।
দুপুর পৌনে ২টার দিকে শাকিবের রুমে একটি এক্সরে মেশিন নিয়ে চিকিৎসকদের প্রবেশ করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক স্টাফ জানান, তাঁর (শাকিবের) বুকের এক্সরে করার জন্য মেশিনটি ভেতরে নেওয়া হয়েছে।
ভর্তির পরপরই শাকিব খানকে দেখতে হাসপাতালে যান পরিচালক শামীম আহমেদ রনি। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল রাতেই শাকিব খানের শরীর খারাপ হয়। কিন্তু তখন দেখে মনে হয়নি যে ডাক্তার দেখাতে হবে। আজ সকালে তাঁর পাকস্থলীর অবস্থা খারাপ হয়। এখন ডাক্তার দেখানোর পর অবস্থার আগের থেকে একটু ভালো।’
পরিচালক রনি আরো বলেন, ‘ভাইয়ার (শাকিব) মানসিক অবস্থা খুব একটা ভালো নেই।’
কাল পয়লা বৈশাখেই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের। কিন্তু বৈশাখের ঠিক আগের দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ঢালিউডের ‘কিং খান’।
চিত্রনায়িকা অপু বিশ্বাস মুঠোফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি বাইরে আছি। হঠাৎ করেই আমি শাকিবের অসুস্থতার খবর পাই। শাকিবের অবস্থার খবর রাখছি। আমি এখন বাসায় যাচ্ছি। কারণ আমার বাচ্চাও অসুস্থ। বাচ্চার কন্ডিশন (অবস্থা) দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করে হাসপাতালে যাব।’ এ সময় অপু বলেন, সবাই দোয়া করবেন শাকিব যেন সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারে।