শাকিব খানের আরো টেস্ট করতে হবে : চিকিৎসক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অসুস্থ হয়ে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি জনপ্রিয় নায়ক শাকিব খানের আরো পরীক্ষা-নিরীক্ষা (টেস্ট) করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাকিব খান হাসপাতালের জরুরি বিভাগে যান। তাঁর সঙ্গে একজন নিকট আত্মীয় রয়েছেন। তিনি জানান, শাকিব খান বুকে ও ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন। তাই তাঁকে হাসপাতালে আনা হয়েছে।
বর্তমানে ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে নায়কের চিকিৎসা চলছে।
বিকেলে শাকিব খানকে পরিদর্শন করেন হাসপাতালের ডেপুটি কো-অর্ডিনেটর ডা. সাজ্জাদ হোসেন। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘শাকিব খান এখন আমাদের কেবিনে আছেন। উনি আমাদের অধ্যাপক ওয়াদুদ চৌধুরী স্যারের আন্ডারে (তত্ত্বাবধানে) ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার সময় কমপ্লেন ছিল পেটের উপরিভাগে ব্যথা। প্রচণ্ড ব্যথা ছিল। গতকাল রাত থেকেই এই ব্যথা ছিল।’
ডা. সাজ্জাদ হোসেন আরো বলেন, ‘উনি (শাকিব খান) আজ দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। আমরা তাঁকে দ্রুত চিকিৎসা দিই। এরপর তাঁকে কেবিনে বদলি করা হয়। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁকে আমরা ওয়াদুদ স্যারের পর্যবেক্ষণে রাখব।’
চিকিৎসক বলেন, পেটের ব্যথা কমাতে শাকিবকে ওষুধ ও ইনজেকশন দেওয়া হয়েছে। রিপোর্ট পেতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। রিপোর্ট এলে বলা যাবে কী হয়েছে।
ডা. সাজ্জাদ বলেন, ‘ব্যথা যেকোনোভাবে হতে পারে। এটা গ্যাস্ট্রিকের ব্যথাও হতে পারে। তবে আমরা এখনই সেটা বলতে পারছি না।’