সারিকার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনের বিরুদ্ধে শুটিং শিডিউল ফাঁসানোর অভিযোগ করেছেন ‘রাঙ্গাপরী মেহেদী’ নামে একটি বিজ্ঞাপনের প্রযোজক মাসুম সরকার।
আজ বৃহস্পতিবার মাসুম সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিকগঞ্জে রাঙ্গাপরী মেহেদীর বিজ্ঞাপনে অংশ নেওয়ার কথা ছিল মডেল সারিকার। আমরা তাঁর সঙ্গে মৌখিক চুক্তি করেছিলাম; কিন্তু শুটিংয়ে আসার আগের দিন আমরা তাঁর ফোন বন্ধ পাই। বিজ্ঞাপনটিতে সারিকার বিপরীতে মডেল ইমনের কাজ করার কথা ছিল। এর পর বিপদ বুঝতে পেরে আমি তিনজন মডেল শখ, মেহজাবীন ও পূর্ণিমার সঙ্গে বিজ্ঞাপনের শুটিং নিয়ে যোগাযোগ করার চেষ্টা করি। অবশেষে পূর্ণিমাকে নিয়ে গতকাল আমরা শুটিং শেষ করেছি। ইমন সহশিল্পী হিসেবে কাজ করেছেন। পূর্ণিমাকে অসংখ্য ধন্যবাদ।’
এ অভিযোগের ব্যাপারে সারিকার সঙ্গে এনটিভি অনলাইনের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
তবে গত বুধবার রাতে সারিকা তাঁর ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘শুটিং ডেটের একদিন আগে ক্লায়েন্টের গাড়িতে করে মানিকগঞ্জ (যেখানে যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে আমার বাসা থেকে) যাওয়া এবং আগের দিন ও রাতে তাঁর সঙ্গে সেখানে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখ্যান করাটা কি কোনো অপরাধের খাতায় পড়ে? এটা কি অপেশাদারিত্ব? দয়া করে এ বিষয়ে মন্তব্য দেবেন আমরা শুভাকাঙ্ক্ষীরা।’
সারিকার এ অভিযোগ সত্য কি না জানতে চাইলে মাসুম সরকার উল্টো সারিকার বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমি এ রকম কথা বলিনি। মেয়েদের আমি অনেক সম্মান করি। সব মেয়ে শিল্পীর ব্যাপারে আমি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমি এ পর্যন্ত যত শিল্পীর সঙ্গে কাজ করেছি, তাঁরা কেউই আমার ব্যাপারে এসব অভিযোগ আনতে পারবেন না। সারিকা শিডিউল ফাঁসানোর অভিযোগ এড়াতে এমনটা বলছেন বলেই আমি মনে করছি। আমি এই বিজ্ঞাপনে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাকে ডাবল শিফটে শুটিং করতে হয়েছিল।’
মডেল ইমন এনটিভি অনলাইনকে বলেন, ‘সারিকার সঙ্গে এর আগেও আমি অনেক কাজ করেছি। সারিকা আমার ভালো বন্ধুদের মধ্যে একজন। শুটিংয়ের আগের দিন মাসুম সরকার ভাইয়া সারিকাকে ফোন দিয়েছিলেন; কিন্তু তাঁকে তিনি ফোনে পাননি। মাসুম ভাইয়ার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। তিনি অনেক ভালো মনের একজন মানুষ।’
অন্যদিকে, বিজ্ঞাপনটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ান আজ এনটিভি অনলাইনকে বলেন, ‘বিজ্ঞাপনটি সারিকার করার কথা ছিল। আমার সঙ্গে এর আগে সারিকার কোনো কাজ হয়নি। বিজ্ঞাপনের প্রযোজক ও ক্লায়েন্ট মাসুম সরকার সারিকার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি শুটিংয়ের পূর্বপ্রস্তুতি নিয়ে সারিকার সঙ্গে একদিন মাত্র কথা বলেছিলাম। কিন্তু শুটিংয়ের দিন এমনটা হবে আশা করিনি। যাহোক, অবশেষে আমরা ভালোভাবে শুটিং শেষ করতে পেয়েছি।’
এর আগে রাঙ্গাপরী মেহেদীর কয়েকটি বিজ্ঞাপনে ববি, মিম, ইমন ও কলকাতার শুভশ্রী অংশ নিয়েছিলেন। এর মধ্যে রাঙ্গাপরী মেহেদীর দুটি বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন মিজানুর রহমান আরিয়ান।