‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ফিরবে নতুন রূপে

বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনীত ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ মুক্তি পেয়েছে এ মাসের ১০ তারিখ। বক্স-অফিস তো বটেই, ভক্তদের কাছ থেকেও দারুণ প্রতিক্রিয়া পেয়েছে রোমান্টিক কমেডি ঘরানার এই ছবি। এরই মধ্যে টাইমস অব ইন্ডিয়ার খবর জানাচ্ছে, ছবির পরিচালক শশাঙ্ক খৈতান এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পর্বের শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৪ সালের ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং এ বছরের ছবিটির জোড়া সাফল্যই যে এ সাহস জোগাচ্ছে, তা তো বলার অপেক্ষা রাখছে না।
বুধবার মুম্বাইয়ে একটি বিশেষ প্রদর্শনী হয়েছে। সেখানে উপস্থিত শশাঙ্ক বলেন, ‘এই ছবিটির (বদ্রিনাথ কি দুলহানিয়া) জন্য দর্শকের প্রতিক্রিয়া দেখে আমি খুশি। আমরা যথেষ্টই অনুপ্রাণিত। ছবি দেখে দর্শক হাসিমুখে সিনেমা হল থেকে বেরিয়েছেন। আমি দুলহানিয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বে নির্মাণের উৎসাহ পাচ্ছি।’
যদিও শশাঙ্ক জানান, তিনি এখনো ছবিটির গল্প লেখার কাজও শুরু করেননি। ব্যাপারটি স্পষ্ট করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে ছবির গল্প কী হবে বা কখন আমরা গল্প লেখা শুরু করব।’