ঢাকায় অপু বিশ্বাস, সব খুলে বলবেন

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঢাকায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বুধবার রাতে মোবাইল ফোনে এনটিভি অনলাইনকে ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। এ সময় অপু জানান, আবারও তিনি শুটিং শুরু করবেন। প্রথম শুটিংয়ের দিন সাংবাদিকদের সঙ্গে সব বিষয়ে খোলামেলা কথা বলবেন বলেও জানালেন অপু।
কবে ফিরেছেন, কেমন আছেন—জানতে চাইলে অপু বলেন, ‘দুদিন আগে এসেছি, ভালো আছি। বাংলাদেশের মানুষ আমাকে এত ভালোবাসে, আমি আগে জানতাম না। গত ১০ মাস গণমাধ্যমে খবর পড়ে বুঝেছি, আমাকে সবাই কত ভালোবাসে। সবার ভালোবাসায়, নিজের ভালোবাসার জায়গায় ফিরে এসেছি। এখন সবার মাঝে ভালো থাকতে চাই।’
কোথায় ছিলেন এত দিন—এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘এসব এখন বলা যাবে না। যেদিন প্রথম শুটিং করব, সবার সঙ্গে জমিয়ে আড্ডা দেব, সব খুলে বলব।’
কবে থেকে কাজে ফিরবেন—জানতে চাইলে অপু বলেন, “খুব তাড়াতাড়িই ফিরছি, আগামী মাসের প্রথম দিকে হতে পারে। আমি এখনো কোনো পরিচালক-প্রযোজকের সঙ্গে যোগাযোগ করিনি। দু-একদিনের মধ্যে সবার সঙ্গে যোগাযোগ করব। তবে আমার অসমাপ্ত ছবি ‘রাজনীতি’, ‘মাই ডার্লিং’, ‘ভালোবাসা ২০১৬’ ছবিগুলো শেষ করব। এগুলো শেষ করতে করতে বাকি কাজ গোছাব।”
বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির শুটিং শেষ না করেই গত বছর মার্চ মাসে হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে যান অপু বিশ্বাস। তখন থেকেই সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এই জনপ্রিয় নায়িকা। অনেকটা ইচ্ছা করেই তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে। শুধু ভক্তরা নন, চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কেউই তাঁর কোনো খবর জানতে পারেননি গত প্রায় এক বছর। তবে এত দিন কোথায় ছিলেন, কীভাবে কেটেছে—সবটাই তিনি সবাইকে জানাবেন বলে জানিয়েছেন এনটিভি অনলাইনকে।