কাল কাজে যাবেন না গৃহকর্মীরা

লাইলি হত্যার প্রতিবাদে রাজধানীর বনশ্রী এলাকায় আগামীকাল শনিবার কাজ করবেন না গৃহকর্মীরা। আজ শুক্রবার মেরাদিয়া বস্তির একাধিক গৃহকর্মী এ কথা জানান।
সকালে বনশ্রীর এক বাসায় লাইলি বেগম (২৫) নামে এক গৃহকর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাসার গৃহকর্তা মঈনউদ্দিন দাবি করেন, সকালে কাজ করতে এসে আত্মহত্যা করেন লাইলি। এদিকে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করতে থাকেন। মঈনউদ্দিনের বাসার সামনেই বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। একসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, বনশ্রী এলাকায় যেসব গৃহকর্মী কাজ করেন, তাঁরা ওই এলাকার পাশেই মেরাদিয়া বস্তিতে থাকেন। ওই বস্তির শতাধিক নারী বনশ্রীর বিভিন্ন বাসায় কাজ করেন।
ওই বস্তির মানুষদের অভিযোগ, লাইলিকে হত্যা করেছেন বাসার গৃহকর্তা মঈনউদ্দিন। তাঁরা মঈনউদ্দিনের বিচার দাবি করেন।
ওই বস্তিতে থাকেন মর্জিনা, জাহেরা বেগম ও সুলতানা। তাঁরা বনশ্রীর বিভিন্ন বাসায় কাজ করেন। তাঁরা জানান, এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। লাইলিকে হত্যা করা হয়েছে। তাঁরা ওই বাসার গৃহকর্তা মঈনউদ্দিনের বিচার দাবি করেন।
লাইলি হত্যার প্রতিবাদে ও মঈনউদ্দিনের বিচারের দাবিতে আগামীকাল শনিবার কাজে যাবেন না বলে জানিয়েছেন মর্জিনা ও জাহেরা বেগম। তাঁরা জানান, আগামীকাল কোনো গৃহকর্মী কোনো বাসায় গিয়ে কাজ করবেন না। তাঁরা বলেন, ‘এটা আমাদের প্রতিবাদ। আমরা লাইলি হত্যার বিচার চাই।’
লাইলির দুটি শিশু আছে। একজনের বয়স তিন আরেকজনের বয়স পাঁচ। লাইলির স্বামী নজরুল ইসলাম ভারতের একটি কারাগারে বন্দি।