ভারত-পাকিস্তানসহ ৭ যুদ্ধ বন্ধের কৃতিত্বের দাবি ট্রাম্পের

জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি চলমান যুদ্ধের অবসান ঘটানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, মাত্র সাত মাসের মধ্যে আমি সাতটি অন্তহীন যুদ্ধের অবসান ঘটিয়েছি। খবর এনডিটিভির।
ট্রাম্প যে সাতটি যুদ্ধ শেষ করার দাবি করেছেন সেগুলো হলো—
ইসরায়েল-ইরান যুদ্ধ, ভারত-পাকিস্তান যুদ্ধ, রুয়ান্ডা-কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র যুদ্ধ, থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ, আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ, মিশর-ইথিওপিয়া যুদ্ধ ও সার্বিয়া-কসোভো যুদ্ধ।
৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, তারা বলেছে— এই যুদ্ধগুলো অন্তহীন, কিছু ৩১ বছর ধরে চলেছিল, একটি ৩৬ বছর ধরে। আমি সাতটি যুদ্ধ শেষ করেছি। তিনি দাবি করেন, অন্য কোনো প্রেসিডেন্ট বা নেতা ‘এর কাছাকাছি কিছু করেননি’।
জাতিসংঘের সমালোচনা
ট্রাম্প জাতিসংঘকে তীব্র সমালোচনা করে বলেন, তারা যুদ্ধ সমাধানে ‘সহায়তা করার চেষ্টাও করেনি।’ তিনি মন্তব্য করেন, ‘এটি তার সম্ভাবনার কাছাকাছিও পৌঁছাচ্ছে না... এটি খালি কথা, এবং খালি কথা যুদ্ধের সমাধান করে না।’
এদিকে, ট্রাম্পের দাবি অস্বীকার করে ভারত বলেছে যুদ্ধবিরতি মার্কিন মধ্যস্থতায় নয়, বরং ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে স্পষ্ট করে বলেছেন, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত কর্তৃক শুরু করা ‘অপারেশন সিঁদুর’ বন্ধ করতে কোনো দেশের কোনো নেতা ভারতকে বলেননি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতের অবস্থানকে সমর্থন করে বলেছেন, ‘ভারত দ্বিপাক্ষিক বিষয়ে কখনো কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি হয়নি।’