ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা ব্যক্তিদের বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। দূতাবাস বলছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করে।

সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম আন্তর্জাতিক অপরাধ ও বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগের সঙ্গে জড়িত। আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করে বাস্তুচ্যুতি, শোষণ ও প্রাণহানির অবসান ঘটানোর চেষ্টা করছি।
একই সঙ্গে অবৈধ অভিবাসন বন্ধ করা হলে তা সবার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য হলো— অবৈধ অভিবাসন রোধ করা। এতে যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলোর সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করবে।