ইসরায়েলি হামলায় ৬৬২ ফিলিস্তিনি ক্রীড়াবিদ-কর্মকর্তার প্রাণহানি

ইসরায়েলের সামরিক হামলায় গত ২২ মাসে ৬৬২ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা নিহত হয়েছেন। প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এই তথ্য জানিয়েছে। ভয়াবহ এই হত্যাকাণ্ড গাজা ও পশ্চিম তীরের ক্রীড়াঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।
পিএফএ-এর তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে মোট ২৮৮টি ক্রীড়া স্থাপনা ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে স্টেডিয়াম, প্রশিক্ষণ মাঠ, জিম ও বিভিন্ন ক্লাবঘরও রয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে ২৬৮টি ছিল গাজায় ও ২০টি পশ্চিম তীরে।
এর প্রায় অর্ধেকই ছিল ফুটবল-সংশ্লিষ্ট স্থাপনা। ইসরায়েলি বিমান হামলায় পিএফএ-এর গাজা সদর দপ্তরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার ফলে ফিলিস্তিনের ক্রীড়া অবকাঠামো প্রায় ভেঙে পড়েছে এবং ক্রীড়াবিদদের স্বাভাবিক প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ বন্ধ হয়ে গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গন এক নজিরবিহীন সংকটের মুখোমুখি। বহু প্রতিভাবান ক্রীড়াবিদ ও কর্মকর্তা তাদের জীবন হারিয়েছেন, যা ফিলিস্তিনের ক্রীড়া ভবিষ্যতের জন্য এক বড় ধাক্কা।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই যুদ্ধে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ৪৩০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ৫৩ হাজার ২১৩ জন।
অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক এক ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি ব্যক্তিকে বন্দি করা হয়েছিল।