পুতিন-জেলেনস্কির সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প : হোয়াইট হাউস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসতে ‘উন্মুক্ত’ বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সাংবাদিকদের বলেন, “রাশিয়ার পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প উন্মুক্ত।”
তিনি বৈঠকের নির্দিষ্ট সময় বা স্থান জানাননি, তবে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এই বৈঠক আগামী এক সপ্তাহের মধ্যেই হতে পারে। খবর আল জাজিরার।
ওভাল অফিসে অ্যাপল সিইও টিম কুকের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “পুতিনের সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। আশা করছি, অচিরেই একটি বৈঠক হবে এবং এই যুদ্ধের পথের শেষপ্রান্তে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।”
তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প কিছুটা হতাশা ভরা সুরে বলেন, “আমি আগেও হতাশ হয়েছি, তাই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।”
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প প্রথমে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান এবং পরে একটি ত্রিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে, যেখানে জেলেনস্কিও থাকবেন।
এই উদ্যোগের অংশ হিসেবে মার্কিন দূত স্টিভ উইটকফ বুধবার মস্কো সফর করে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করেন, “এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে” এবং “বড় অগ্রগতি হয়েছে”।
তিনি আরও বলেন, ইউরোপীয় মিত্রদের বিষয়টি অবহিত করা হয়েছে এবং সবাই একমত যে যুদ্ধ থামাতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই প্রথম আমরা কিছুটা পরিষ্কার ধারণা পাচ্ছি— রাশিয়া যুদ্ধ শেষ করতে কী কী শর্ত রাখতে পারে। এতে ভূখণ্ড সংক্রান্ত বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এএফপি জানিয়েছে, ট্রাম্প জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন এবং সেই আলোচনায় ন্যাটো মহাসচিব মার্ক রুটে, ব্রিটেন, জার্মানি ও ফিনল্যান্ডের নেতারাও উপস্থিত ছিলেন।
এদিকে ট্রাম্প রাশিয়ার সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, মস্কো যুদ্ধ শেষ করতে সত্যিকারের আগ্রহ দেখাচ্ছে না। তাই তিনি আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছেন।