দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় পাকিস্তান-ইরান

পাকিস্তান ও ইরান দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘোষণা দিয়েছেন। বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন ডলার। খবর ডনের।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের পাকিস্তান সফর উপলক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, দুই দেশের মধ্যে ১২টি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলো দ্রুত কার্যকর করে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা হবে।
সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানান। তিনি বলেন, ইসরায়েল কোনো কারণ ছাড়াই আগ্রাসন চালিয়েছিল, যার নিন্দা পাকিস্তানের জনগণও জানিয়েছে। তিনি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতা দেখানোর জন্য ইরানের নেতৃত্বের প্রশংসা করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, পাকিস্তান শুধু আমাদের প্রতিবেশী দেশই নয়, একটি ভ্রাতৃপ্রতিম দেশও। ইরানের বিদেশনীতির অন্যতম লক্ষ্য হলো প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নত করা। স্থল, সমুদ্র ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে বাণিজ্য বৃদ্ধি করা হবে।
দুই নেতাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান।