ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের আখাউড়া আন্তর্জাতিক বন্দর পরিদর্শন

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ও স্থলবন্দর পরিদর্শন করেছেন। আজ শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
হাইকমিশনারের সঙ্গে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন, ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।
পরবর্তীতে হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ীরা রপ্তানি নিষেধাজ্ঞা থাকা পণ্যের বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানালে হাইকমিশনার সহযোগিতার আশ্বাস দেন।
আখাউড়া সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নেসার আহমেদ ভূঁইয়া বলেন, আমরা ভিসা সংক্রান্ত সমস্যার কথাও হাইকমিশনারকে জানিয়েছি, তবে তিনি সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে রপ্তানি বাণিজ্যে যেসব সমস্যা রয়েছে, তা সমাধানে তিনি সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আখাউড়া মৎস্য রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ফারুক মিয়া বলেন, আমরা ব্যবসায়ীদের জন্য ভিসা চালুর দাবি জানিয়েছি। হাইকমিশনার সে বিষয়ে কিছু না বললেও অন্যান্য ব্যবসায়িক বিষয়ে আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।