ইউক্রেনে প্যাট্রিয়টসহ অত্যাধুনিক সমরাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে ‘বিভিন্ন ধরনের’ অত্যাধুনিক সামরিক অস্ত্রশস্ত্র পাঠাবে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট। এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য বেশকিছু অব্যর্থ আক্রমণে সক্ষম সমরাস্ত্রও পাঠাবে দেশটি। খবর বিবিসির।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক কর্মকাণ্ডে বেশ হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পুতিন খুব সুন্দর কথা বলেন, তবে সন্ধ্যা হতেই তিনি সবাইকে বোমা হামলার মুখে ফেলেন।’ যদিও বিশ্লেষকরা বলছেন, রুশ নেতার এ ধরনের তৎপরতা নতুন কোনো চমক নয়।
অন্যদিকে, ইউক্রেনে বিমান ও ড্রোন হামলা আরও তীব্র করেছে রাশিয়া। হামলার তীব্রতা বাড়ার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র গত সপ্তাহ থেকে আবারও তার দেশে সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করেছে।

ইউক্রেনজুড়ে হামলার মধ্যেই মার্কিন দূত কিথ কেলোগ রাজধানী কিয়েভ সফর শুরু করেছেন। সোমবার (১৪ জুলাই) ট্রেনে করে সেখানে পৌঁছালে জেলেনস্কির একজন শীর্ষ সহযোগী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ইউক্রেনের সঙ্গে সামরিক প্রতিরক্ষা বিষয়ে আলোচনা করার কথা রয়েছে তার।