কিয়েভে ফের রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে চালানো এই হামলায় অন্তত ২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। খবর বিবিসির।
কিয়েভের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে রুশ ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত হানে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরণ দেখা গেছে, যেখানে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট হামলা প্রতিহত করার চেষ্টা করছে। ইউক্রেনের সামরিক বাহিনী সতর্ক করেছে, এ ধরনের ড্রোন হামলার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলারও আশঙ্কা রয়েছে।
সর্বশেষ মঙ্গলবার (৮ জুলাই) রাতে ইউক্রেন জানায়, এটি ছিল রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা—যেখানে দেশের বিভিন্ন শহরের দিকে একযোগে ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে শহরের ছয়টি জেলায় ড্রোন হামলা চালানো হয়।
প্রশাসনের প্রধান তিমুর ত্কাচেঙ্কো বলেন, “আবাসিক ভবন, গাড়ি, গুদাম, অফিস ও অন্যান্য ভবনে আগুন লেগেছে। দুর্ভাগ্যজনকভাবে, আমরা দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করছি। এই মানুষগুলো রুশ হামলায় নিহত হয়েছে—এটা আমাদের জন্য ভয়ানক ক্ষতি।”

নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, যতক্ষণ না বোমা হামলার সাইরেন বন্ধ হচ্ছে, ততক্ষণ সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। বাসায় ফিরলেও জানালা বন্ধ রাখতে বলা হয়েছে, কারণ শহরে এখনও “ঘন ধোঁয়ার” উপস্থিতি রয়েছে।
রুশ সেনাবাহিনী এখনও এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।