পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসচাপায় নিহত ২

শরীয়তপুরের জাজিরা নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ঢালে বাসচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের হেমায়েতপুর এলাকার মোহাম্মদ আলী অন্তু ও একই এলাকার বাসিন্দা মো. সুজন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
হাইওয়ে পুলিশের ধারণা, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নকির আকরাম হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং শিবচর হাইওয়ে থানাকে অবহিত করি। পরে তারা এসে মরদেহ গ্রহণ করে।