জাজিরায় মসজিদ কমিটির বিরোধে মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি বিরোধকে কেন্দ্র করে খবির সরদার (৫৫) নামে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উমরদি মাদবর কান্দি এলাকার মসজিদ কমিটি নিয়ে কিছুদিন আগে আলমাস সরদারের সঙ্গে কথাকাটাকাটি হয়। এ সময় তিনি খবির সরদারসহ অন্য সদস্যদের মেরে ফেলার হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটির সদস্যরা প্রতিবাদ জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন আলমাস।
মঙ্গলবার রাতে আলমাস সরদার তার দলবল নিয়ে বাড়ি থেকে বের হয়ে খবির সরদারকে ছুরিকাঘাত করেন। পরে তাকে সড়কের পাশের একটি পুকুরে ফেলে দেন। স্থানীয়রা তার চিৎকার শুনে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।