শরীয়তপুরে পরিত্যক্ত ঘর থেকে ৪০ ককটেল উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে পাঁচ বালতিতে প্রায় ৪০টি ককটেল (হাতবোমা) উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরের দিকে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের মাদবর বাড়ির একটি পরিত্যক্ত ঘরে পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব হাতবোমা উদ্ধার করা হয়।
এ অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর, নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা, জেলা ডিবি ও নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। ১৫ আগস্ট ঘিরে নাশকতা চালানোর উদ্দেশ্যেই এসব হাতবোমা রাখা হয়েছিল বলে ধারণা পুলিশের।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান পরিচালনা করে পাঁচ বালতিতে প্রায় ৪০টি হাতবোমা উদ্ধার করেছি। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।