প্রাণ বাঁচাতে সাপের মৃত্যুর অভিনয়!

ধরার পর সাপটি নড়ে না। হাতে তোলার পর মনে হয়েছে সাপটি মৃত। একেবারে মৃত সাপের মতো নিথর। মৃত সাপের মতো ঘাড়টাও বাঁকা করে ফেলে রাখে। অথচ মাটিতে নামিয়ে দেওয়ার পরই নড়তে থাকে ওই সাপ। আর চলতে থাকে ধারালো জিহ্বা!
রীতিমতো মরে থাকার অভিনয় করছে ওই সাপ! মেইল অনলাইন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক বনে এমন সাপ দেখলেন এরিক জনসন। তিনি সাপটি ধরার পরই মৃত হওয়ার ভান করছে, আবার ছেড়ে দিলেই জীবিত!
জনসন জানালেন, তিনি সাপ দেখেছেন কিন্তু এমন অভিনয় জানা সাপ দেখেননি!
জনসন বলেন, ‘আমি বুঝতে পারছি না, প্রতিরক্ষার অংশ হিসেবেই সাপটি এমন করছে নাকি ওই এলাকারই কোনো একটা সমস্যা?’
জনসন আরো বলেন, ‘অন্য প্রজাতির সাপের মধ্যে বিচ্ছিন্নভাবে এ রকম আচরণ থাকতে পারে, কিন্তু আমি এখনো দেখিনি।’ তিনি আরো বলেন, ‘ওই এলাকায় ছত্রাক রোগের প্রকোপ আছে। কিন্তু অন্য কোনো কারণ খুঁজে পেলাম না, যার কারণে সাপ এমন আচরণ করতে পারে।’
জনসন বলেন, ‘অদ্ভুত এবং অপ্রত্যাশিত আচরণ। কেন সাপ এ রকম আচরণ করছে ব্যাপারটি এখন পর্যন্ত রহস্য।’
ব্যাপারটি শুনেছেন কেনটাকিতে একটি সাপের চিড়িয়াখানার পরিচালক ক্রিস্টেন উইলি। তিনি জানান, ‘মৃত থাকার অভিনয়’ ওই সাপটির একক আচরণও হতে পারে।
ক্রিস্টেন উইলি বলেন, ‘না দেখে এবং পুরোপুরি পরিবেশ পর্যবেক্ষণ না করে বিষয়টি বোঝা যাবে না। অনেক কারণ থাকতে পারে এ রকম ব্যবহারের। কোনো আঘাত পাওয়ার কারণে, অসুস্থ থাকার কারণে হতে পারে। আরো জানতে হবে কতক্ষণ ধরে সাপটি এমন অভিনয় করছে।’ যত পর্যবেক্ষণ করা যাবে ততই বিষয়টি খোলাসা হবে বলে তিনি জানান।