পুতিনের ওপর আমি হতাশ, তবে সম্পর্ক শেষ হয়নি : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিবিসিকে দেওয়া এক বিশেষ ফোনালাপে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর তিনি ‘হতাশ’, তবে তাদের সম্পর্ক ‘শেষ হয়ে যায়নি’। পুতিনকে বিশ্বাস করেন কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সোজাসাপ্টা বলেন, ‘আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।’
ট্রাম্প ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই এই কথাগুলো বলেন। তিনি ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের সতর্কতাও দিয়েছেন।
ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোকেও সমর্থন করেছেন। এক সময় তিনি ন্যাটোকে ‘অপ্রচলিত’ বলে বর্ণনা করলেও এবার তিনি এই সংস্থার সাধারণ প্রতিরক্ষা নীতির প্রতি তার সমর্থন নিশ্চিত করেছেন।
পেনসিলভানিয়ার বাটলারে তার ওপর হত্যার চেষ্টার এক বছর পূর্তি উপলক্ষে একটি সম্ভাব্য সাক্ষাৎকার সম্পর্কে কথোপকথনের পর প্রেসিডেন্ট বিবিসির সঙ্গে ২০ মিনিটের ফোনালাপটি করেন। হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়া তাকে পরিবর্তন করেছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এটি সম্পর্কে যতটা সম্ভব কম ভাবতে পছন্দ করেন। ট্রাম্প বলেন, আমি ভাবতে পছন্দ করি না যে, এটি আমাকে পরিবর্তন করেছে কিনা। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘জীবন যেকোনো সময় বদলে যেতে পারে।’
হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করার পর ট্রাম্প সাক্ষাৎকারের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে রাশিয়ান নেতার প্রতি তার হতাশার কথা তুলে ধরেন। ট্রাম্প বলেছেন, তিনি ভেবেছিলেন চারবার রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হওয়ার কথা রয়েছে।
পুতিনের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়েছে কিনা বিবিসি যখন তাকে জিজ্ঞাসা করে, তখন প্রেসিডেন্ট উত্তর দেন— আমি তার ওপর হতাশ, কিন্তু আমার সঙ্গে তার সম্পর্ক এখনও শেষ করিনি।
ট্রাম্প কীভাবে পুতিনকে ‘রক্তপাত বন্ধ করতে’ রাজি করাবেন তা জানতে চাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কাজ করছি। আমাদের একটি দুর্দান্ত আলোচনা হবে। আমি বলব আমরা আলোচনা সম্পন্ন করার কাছাকাছি পৌঁছে গেছি।
রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্র করেছে, যার ফলে রেকর্ড সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
ন্যাটোর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও বিশ্ব নেতাদের সম্মান
আলোচনাটি ন্যাটোর দিকে মোড় নেয়, যাকে ট্রাম্প পূর্বে ‘অপ্রচলিত’ বলে সমালোচনা করেছেন। তিনি কি এখনও মনে করেন যে এটিই সত্য, জানতে চাইলে তিনি বলেন, ‘না। আমার মনে হয় ন্যাটো এখন এর বিপরীত হয়ে উঠছে, কারণ জোট তাদের নিজস্ব বিল পরিশোধ করছে।’ তিনি বলেন, তিনি এখনও সম্মিলিত প্রতিরক্ষায় বিশ্বাস করেন, কারণ এর অর্থ হল ছোট দেশগুলো বৃহত্তর দেশগুলোর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পারে।
ট্রাম্প বলেন, জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ দেশগুলোর নেতারা তাকে এবং তার সিদ্ধান্ত গ্রহণকে সম্মান করতে শুরু করেছেন। কারণ বিশ্ব নেতারা বিশ্বাস করেন যে, দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্যে ‘প্রচুর প্রতিভা’ রয়েছে।
যুক্তরাজ্য ও বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের ভাবনা
যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটি একটি ‘মহান জায়গা’। তিনি রসিকতা করে মনে করিয়ে দেন যে, তাঁর সেখানে সম্পত্তিও আছে। ব্রেক্সিট প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রাথমিকভাবে এটি কিছুটা অগোছালো ছিল, তবে তাঁর বিশ্বাস এটি এখন সঠিক পথে এগোচ্ছে।

প্রেসিডেন্ট স্যার কেয়ার স্টারমার সম্পর্কে আরও বলেন, আমি প্রধানমন্ত্রীকে সত্যিই অনেক পছন্দ করি, যদিও তিনি একজন উদারপন্থি। তিনি যুক্তরাজ্য-মার্কিন বাণিজ্য চুক্তির প্রশংসা করেন। ট্রাম্প এই বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে একটি অভূতপূর্ব দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য কীভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সে সম্পর্কে কথা বলেছেন।