ট্রাম্পের এক টুইটে ২৮ হাজার কোটি টাকা হাওয়া!

একটি টুইট! আর এর মূল্য ২৭ হাজার ৭৩৭ কোটি ৫০ লাখ টাকা মাত্র। অবিশ্বাস্য ঠেকছে কি? কিন্তু বিমান ও সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন কোম্পানির কাছে এখন এটাই কঠিন বাস্তব।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইটে বিমান প্রস্তুতকারক এ কোম্পানিটির শেয়ারমূল্য কমে গেছে সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ২৮ হাজার কোটি টাকা! এবং এই ক্ষতি প্রতিনিয়তই বাড়ছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট এক খবরে জানিয়েছে, গত সপ্তাহে ট্রাম্প প্রতিষ্ঠানটির নির্মিত ‘৭৪৭ এয়ারফোর্স ওয়ান’ এবং অন্য বিমানগুলোর মান খারাপ বলে মন্তব্য করেন। টুইটারে তিনি লেখেন, ‘এফ-৩৫’ জঙ্গি বিমানের মূল্য অতিরিক্ত বেশি। ২০ জানুয়ারির পর (ট্রাম্পের দায়িত্ব গ্রহণ) সেনাবাহিনী ও অন্যান্য খাতে বিমানসেবার অনেকটা খরচই বাঁচবে।’
ট্রাম্পের এই টুইটের আঘাত গিয়ে লাগে সরাসরি ওয়াল স্ট্রিটে। পড়তে শুরু করে মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য। প্রথম দফাতেই প্রতিষ্ঠানটির ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের শেয়ারমূল্য পড়ে যায়; যা প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৪ শতাংশ।
এরপর ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটির শেয়ারের দরপতন ঘটেছে। গতকাল সোমবার পর্যন্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির মোট ক্ষতি ২৮ হাজার কোটি টাকা।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গ্যারেথ হিথ ইনডিপেনডেন্টকে বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে তাঁদের এখনো ৪০০ বিলিয়ন ডলারের চুক্তি আছে। এবং ওই চুক্তির ভবিষ্যৎ নিয়ে তিনি গভীর দুশ্চিন্তাগ্রস্ত।
তবে তিনি ট্রাম্পের টুইট নিয়ে গ্যারেথ হিথ কোনো মন্তব্য করতে রাজি হননি।