মেক্সিকোয় গণকবরে ৩২ মৃতদেহ, ৯ মাথা

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের জিতলালা পাহাড়ি এলাকার একটি গণকবর থেকে ৩২টি লাশ এবং নয়টি কাটা মাথা পাওয়া গেছে। ছবি : ইপিএ
মেক্সিকোয় একটি গণকবর থেকে ৩২টি মৃতদেহ এবং নয়টি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের জিতলালা পাহাড়ি এলাকা থেকে এসব লাশ উদ্ধার করেছে তদন্তকারীরা। এর মধ্যে ৩১ পুরুষ ও একজন নারীর দেহাবশেষ রয়েছে।
এলাকাটিতে বেশ কিছুদিন থেকেই মাদক চোরাচালানিদের মধ্যে সংঘাত চলে আসছিল।
দেশটির নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রবার্তো আলভারেজ বলেন, ‘এটি একটি বীভৎস আবিষ্কার। এই এলাকায় আর কোনো কবর আছে কি না, তা তদন্ত করে দেখা হবে।’ তবে এ ঘটনায় কাউকে আটক করেনি মেক্সিকো পুলিশ।
ঘটনাস্থল মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে অবস্থিত। এলাকাটি আফিম চাষের জন্য বেশ পরিচিত। সেখানে অপরাধ ও সংঘাতের মাত্রাও খুব বেশি।