ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে উঠবেন না মেলানিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উঠলে তাঁর স্ত্রী মেলানিয়া ও ছেলে ব্যারোন আপাতত নিউইয়র্কেই থাকবেন। এমনটাই জানিয়েছেন মেলানিয়ার মুখপাত্র ফ্রেডরিক ক্রিস্টিন।
ক্রিস্টিন বলেন, শিক্ষা বছরের মাঝামাঝিতে একটি স্কুল থেকে সরিয়ে অন্য স্কুলে ভর্তি করাটা আসলেই খুবই স্পর্শকাতর বিষয়। এজন্য মেলানিয়া ও ব্যারেনের আপাতত নিউইয়র্কে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
ক্রিস্টিনের বরাত দিয়ে গত রোববার নিউইয়র্ক পোস্টে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। খবরে জানানো হয়, শিক্ষা বছর শেষ না হওয়া পর্যন্ত মেলানিয়া ট্রাম্প তার ছেলে ব্যারোনকে নিয়ে ট্রাম্প টাওয়ারে থাকবেন যাতে সে চলতি বছরের পড়ালেখাটা চালিয়ে নিতে পারে।
এর আগে গত শুক্রবার আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ বিষয়ে নিউজার্সিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, হোয়াইট হাউসে যখনই তাকে বসবাসের জন্য বলা হবে তখনই তিনি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরপর তাঁকে প্রশ্ন করা হয় স্ত্রী ও ছেলে সঙ্গে যাবেন কি না? জবাবে ট্রাম্প বলেন, স্কুলের চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারাও সেখানে চলে আসবে।
এদিকে ক্ষমতা হস্তান্তরের জন্য গঠিত অন্তর্বর্তী কমিটির যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাসন মিলার বলেন, ট্রাম্প দম্পতি এই মুহূর্তে তাঁদের সন্তানের স্কুল পরিবর্তনের বিষয় নিয়ে উদ্বিগ্ন।