গোলাগুলির পর নিউইয়র্কে বোমা হামলার সন্দেহভাজন আটক

পুলিশের সাথে গুলি বিনিময়ের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকায় বোমা হামলার প্রধান সন্দেহভাজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার নিউজার্সি থেকে তাঁকে আটক করা হয়। অঙ্গরাজ্যটির পুলিশের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।
আটক ব্যক্তির নাম আহমদ খান রুহামি বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আফগান অভিবাসী ওই সন্দেহভাজনের বয়স ২৮ বছর।
নিউজার্সির পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্লেইন পল রায়ানের বরাত দিয়ে বিবিসি জানায়, শহরের এক হোটেলে লুকিয়ে ছিল রুহামি। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটকের সময় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে গুলি ছোড়েন তিনি। এ সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। পাল্টা গুলিতে সন্দেহভাজন রুহামিও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গত শনিবার স্থানীয় সময় রাত ৯টায় নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার চেলসি নামক স্থানে বিস্ফোরণ ঘটে। এতে ২৯ জন আহত হন। একটি ডাস্টবিনে বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণে আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে যায়। সপ্তাহিক ছুটির দিন থাকায় ঘটনার সময় ম্যানহাটনের অন্যতম জনপ্রিয় স্থান চেলসিতে অনেক মানুষ জড়ো হয়েছিল।
নিউইয়র্কের ম্যানহাটনে ৯/১১ সন্ত্রাসী হামলার ১৫ বছর পূর্তির এক সপ্তাহ পার না হতেই ম্যানহাটনেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ম্যানহাটনে বিস্ফোরণের ঘণ্টাখানেক আগে নিউইয়র্কের পার্শ্ববর্তী নিউজার্সি শহরে একটি পাইপবোমা বিস্ফোরিত হয়। সেখানে একটি দাতব্য কর্মকাণ্ডের অংশ হিসেবে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিল। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
ম্যানহাটনে বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনীর এক হাজার সদস্য মোতায়েন করা হয়। বিস্ফোরণস্থলের চার ব্লক দূরেই আরেকটি প্রেশারকুকার বোমা রাখা ছিল। এটি নিরাপদে সরিয়ে নিয়ে ধ্বংস করে পুলিশ।
পরে জানা যায়, নিউইয়র্কে বিস্ফোরিত বোমাটি ছিল রান্না করার প্রেশারকুকার, যা ধাতব টুকরো দিয়ে ভরা। একই রকম বোমা ব্যবহৃত হয়েছিল ২০১৩ সালের বোস্টন ম্যারাথনে।
নিউইয়র্ক পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ জানায়, বড়দিনের ব্যবহৃত অলোকসজ্জার বাতি এবং ভাজ মোবাইল ফোন দিয়ে প্রেশারকুকার দুটি বিস্ফোরণের ব্যবস্থা করা হয়েছিল।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কমো বলেন, বিস্ফোরিত বস্তুটি একইভাবে তৈরি করা হয়েছিল। আর এগুলো নিউজার্সিতে বিস্ফোরিত পাইপবোমার চেয়ে ভিন্ন গঠনের।
নিউইয়র্কের কর্মকর্তারা বিস্ফোরণকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেন। তবে ঘটনার পর কোনো সন্ত্রাসী সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
এদিকে হামলার পর নিউইয়র্কের মেয়র বিল দো ব্লাসিও বলেন, বিস্ফোরণটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত কোনো কারণে ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।