৯/১১-এর পর ঐক্যবদ্ধ হলেও এখন বিভক্ত মার্কিনিরা

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনায় দেশটির রাজনীতিকরা ঐক্যবদ্ধ হয়েছিলেন। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তাঁদের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯/১১) নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা হয়েছিল। স্থানীয় সময় রোববার ওই ঘটনার ১৫ বছর পূর্ণ হলো।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ৯/১১-এর ঘটনা ঘিরে ১৫ বছর আগে মার্কিন রাজনীতিকরা সন্ত্রাস ও জাতীয় নিরাপত্তার বিষয়ে যেমন ঐক্যবদ্ধ হয়েছিলেন, তেমনটি আর দেখা যাচ্ছে না। বরং তিক্ততা ও বিভক্তি সৃষ্টি হয়েছে রাজনৈতিক কারণে।
প্রতিবেদনে বলা হয়, ৯/১১-এর হামলার ঘটনা-পরবর্তী সময়ের রিপাবলিকান দলের অবস্থানের বিরুদ্ধে কথা বলে দলের প্রাথমিক মনোনয়ন বাগিয়ে নিয়েছেন আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যুদ্ধের অনুমতি দিয়েছেন।
এ ছাড়া ট্রাম্পের আরো একটি প্রস্তাবও বড় ধরনের আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে কোনো মুসলিমকে প্রবেশে নিষেধ করা উচিত।
এ বিষয়ে পরবর্তী সময়ে ট্রাম্প একটু নরম হলেও ডেমোক্রেটিক দলের রাজনীতিকরা সুযোগ নিতে ছাড়েননি।
এদিকে ৯/১১-এর হামলার ঘটনার ছয়দিন পর ওয়াশিংটন ডিসির একটি ইসলাম প্রচার কেন্দ্রে ইসলামকে শান্তির ধর্ম বলে উল্লেখ করেছিলেন বুশ। এ বিষয়টি নিয়েও বিভিন্ন বক্তব্য দিয়েছেন ট্রাম্প।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আবহাওয়া ৯/১১-এর শোক থেকে অনেক দূরে সরে গেছে। ওই হামলার ঘটনার পরের দিন তৎকালীন নিউইয়র্কের মার্কিন সিনেটর হিলারি ক্লিন্টন ও নিউইয়র্কের মেয়র রুডলফ গিলিয়ানি এক সঙ্গে শোক প্রকাশে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু গিলানি এখন ট্রাম্পের শীর্ষ সমর্থকদের একজন। এখন তিনি হিলারি ক্লিনন্টনের বিরুদ্ধে প্রচার করে চলেছেন।
সন্ত্রাসীরা ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমান দিয়ে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকালে আত্মঘাতী হামলা চালায়। দুটি বিমান নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানে। তৃতীয় বিমানটি পেন্টাগনে আর চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার শ্যাংকস ভিলের কাছে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই হামলায় প্রায় তিন হাজার লোক নিহত হয়েছিলেন। ধ্বংস হয়েছিল অন্তত এক হাজার কোটি মার্কিন ডলার সমপরিমাণের সম্পদ ও অবকাঠামো।