যে কোনো কম্পিউটার হ্যাকের ক্ষমতা পেল এফবিআই

নিরাপত্তার প্রয়োজনে বিশ্বের যে কোনো কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ হ্যাক করতে পারবে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গত শুক্রবার ৪১ নম্বর ধারায় মার্কিন সিনেটের সংশোধনী প্রস্তাব অনুযায়ী এই রায় ঘোষণা করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট।
গার্ডিয়ান জানিয়েছে, বিশেষ এই রায়ের ফলে এখন থেকে নিরাপত্তার কারণে বিশ্বের যে কোনো কম্পিউটার হ্যাক এবং প্রমাণ সংগ্রহ করার অধিকার পাবে এফবিআই। এর জন্য আলাদা করে কোনো সার্চ ওয়ারেন্ট প্রয়োজন হবে না।
মার্কিন সুপ্রিম কোর্ট দেশটির জাস্টিস ডিপার্টমেন্টের আনা সংবিধানের ৪১ ধারা সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়ে বিষয়টি পাসের জন্য কংগ্রেসে পাঠিয়েছে। কংগ্রেস এটি যাচাই-বাছাই, সংশোধন কিংবা বাতিলের জন্য ১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে বলে জানিয়েছে গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ৪১ ধারা অনুযায়ী, কোনো অপরাধের জন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস জব্দ কিংবা ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে থাকা তথ্য সংগ্রহের জন্য সার্চ ওয়ারেন্টের আবেদন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করতে হবে। অর্থাৎ নিউইয়র্কের কারো কম্পিউটার হ্যাক করতে চাইলে এফবিআইকে নিউইয়র্কের আদালতের অনুমতি নিতে হবে।
কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী যেকোনো কম্পিউটার হ্যাকের জন্য এফবিআইকে কারো অনুমতি নিতে হবে না। এ ছাড়া নতুন এই সংশোধনীতে যুক্তরাষ্ট্রসহ এর বাইরে যেকোনো দেশের কম্পিউটার ব্যবস্থা হ্যাকেরও অনুমতি দেওয়া হয়েছে। এর জন্য পৃথকভাবে সংশ্লিষ্ট অঞ্চলের আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না।