লাদেনের ‘হত্যাকারী’ রব ও’নিল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মনটানার বুট্টি শহরে একটি দোকানের সামনে রাখা গাড়িতে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে থাকায় মার্কিন নৌবাহিনী সিলের সাবেক সদস্য রব ও’নিলকে শুক্রবার গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তিনি ওসামা বিন লাদেনের ‘হত্যাকারী’ বলে পরিচিত।
বুট্টি-সিলভার বো আন্ডারশরিফের সদস্য জর্জ স্কালেটিচ সিএনএনকে জানান, ‘স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনেটের দিকে শহরের একটি দোকানের সামনে রাখা গাড়িতে একজনকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই। তাকে জাগানো হলে চেনা গেল। তিনি রব ও’নিল। মদ-পরীক্ষায় তিনি ব্যর্থ হন। তার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।’
তবে অভিযোগ থেকে অব্যাহতি পাবেন বলে আশা করছেন রব ও’নিল। তিনি বলেন, ‘দীর্ঘ দিন ধরে প্রচণ্ড রকমের অনিদ্রায় ভোগায় চিকিৎসকের পরামর্শে আমি চলি। এটা একটা বাজে সময় ছিল। আর এ ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। আমি অভিযোগ থেকে অব্যাহতির জন্য আবেদন জানিয়েছি।’
রব আরো বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, শিগগিরই এ ব্যাপারে আমি বলব। বুট্টির পুলিশের কর্মকাণ্ডের প্রশংসা করি আমি।’
জর্জ স্কালেটিচ বলেন, ও’নিলের এটি প্রথম অপরাধ। এ জন্য বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে। সোমবার তাঁকে আদালতে তোলা হবে।
সিলের পক্ষ থেকে কোনো কিছু বলা না হলেও ২০১৪ সালে এক স্বাক্ষাৎকারে ওয়াশিংটন পোস্টের কাছে রব ও’নিল দাবি করেন তাঁর চূড়ান্ত গুলিতেই ২০১১ সালে পাকিস্তানে লাদেনের মৃত্যু হয়।