চলে গেলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে (এআইআইএমএস) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মুফতি সাঈদ। গত বছরের ২৪ ডিসেম্বর ঘাড়ে ব্যথা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এর পর কয়েক দিন ধরে চিকিৎসকরা তাঁকে নিবিড় পরিচর্যায় রেখেছিলেন।
মুফতি সাঈদ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর আসন অলংকৃত করেছেন দুবার। সর্বশেষ গত বছরের ১ মার্চ পিডিপি-বিজেপি জোটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে ক্ষমতা গ্রহণের পর নভেম্বরে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, শারীরিক অবস্থার কারণে তাঁর মন্ত্রিসভায় রদবদল হতে পারে। এর পর তাঁর মেয়ে মেহবুবা মুফতি তাঁর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে আসেন। সর্বশেষ গত নভেম্বর থেকে মুফতি সাঈদের অসুস্থাবস্থায় মেহবুবা ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে সামলেছেন বাবার চেয়ার।
এদিকে, মুফতি সাঈদের মৃত্যুতে রাজনীতি-মহলে নেমে এসেছে শোকের ছায়া। সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে তাঁর নিজের রাজ্য জম্মু-কাশ্মীরে। শোক জানিয়েছেন ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেক নেতা-নেত্রী সাঈদের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। শোক ও শ্রদ্ধা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও। আর টুইটে শোক জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা অমিতাভ বচ্চন, অনুপম খেরসহ অন্যান্য রাজনীতিবিদ ও অভিনয়শিল্পীও।
এদিকে, আজই মুফতি সাঈদের মরদেহ শ্রীনগরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তাঁর মেয়ে মেহবুবা মুফতি। সেখানেই তাঁর পৈতৃক ভিটায় তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন মেহবুবা।