দক্ষিণ কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূতকে ছুরিকাঘাত

বিভক্ত কোরীয় উপদ্বীপে শান্তির সম্ভাবনা নিয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার প্রস্তুতিকালে দক্ষিণ কোরিয়ার সিউলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
হামলাকারীর নাম কিম কি-জং (৫৫)। হামলার সময় চিৎকার করে তিনি বলতে থাকেন, ‘উত্তর ও দক্ষিণ কোরিয়া পুনরায় একীভূত হবে।’ এর আগেও তিনি বিভিন্ন হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আহত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, লিপার্ট তাঁর রক্তমাখা বাঁ হাত কাপড়ে বেঁধে রেখেছেন। আর ডান হাত দিয়ে কেটে যাওয়া গালের রক্ত চেপে ধরে আছেন। তাঁর গোলাপি রঙের টাই রক্তমাখা।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি সাংস্কৃতিক কেন্দ্রে সমঝোতা ও সহায়তার জন্য কোরিয়া পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। এতে উপদ্বীপে শান্তির সম্ভাবনা সম্পর্কে বক্তব্য দেওয়ার কথা ছিল রাষ্ট্রদূত মার্ক লিপার্টের। এর আগে সকালের নাশতা করার সময় লিপার্টের ওপর হামলা চালান কিম কি-জং। এতে রাষ্ট্রদূতের গাল ও হাত জখম হয়।
দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়োনহাপ টেলিভিশনে দেখানো হয়, হামলার পর লিপার্টকে পুলিশের গাড়ি করে হাসপাতালে নেওয়া হচ্ছে। কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরা কিমকে আটক করা হয়েছে।
আটকাবস্থায় তিনি যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
তদন্তকাজের স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, এই সন্দেহভাজন এর আগে ২০১০ সালে সিউলে জাপানের রাষ্ট্রদূতের ওপর পাথর ছুড়ে মারেন। এ ঘটনায় তাঁর তিন বছরের কারাদণ্ডও হয়েছিল।
হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মার্ক লিপার্ট (৪২) গত বছর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ও বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন।