সাংহাই বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল সোমবার (১৪ জুলাই) চীনের তিয়ানজিনে যাচ্ছেন। তিনি সেখানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান এই খবর জানিয়েছে। খবর ডনের।
এসসিও হলো ১০টি দেশের নিরাপত্তা ও রাজনৈতিক জোট। এর সদস্য দেশগুলোর মধ্যে আছে চীন, রাশিয়া, পাকিস্তান, ভারত ও ইরান। সদস্য দেশগুলোর প্রধানদের বার্ষিক বৈঠকের আগেই পররাষ্ট্রমন্ত্রীদের এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
রেডিও পাকিস্তান জানিয়েছে, বেলারুশ, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের শীর্ষ কূটনীতিকরাও এই বৈঠকে থাকবেন। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর চীনের তিয়ানজিনে এসসিওর রাষ্ট্রপ্রধানদের মূল বৈঠকটি হবে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র আমন্ত্রণে ইসহাক দার এই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্রমন্ত্রীদের এই সভা এসসিওর তৃতীয় সর্বোচ্চ ফোরাম। এখানে আন্তর্জাতিক সম্পর্ক এবং সংস্থার পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি নিয়ে আলোচনা হয়। এই ফোরাম বিভিন্ন ঘোষণা ও বিবৃতি অনুমোদন করে, যা পরে রাষ্ট্রপ্রধানদের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়।

জানা গেছে, ইসহাক দার উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাখতিয়র সাইদোভের সঙ্গে উজবেকিস্তান-আফগানিস্তান-পাকিস্তান (ইউএপি) রেলপথ প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলেছেন। তিয়ানজিনে এসসিও বৈঠকের ফাঁকে তারা আবারও দেখা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।