পিঁপড়ায় খেয়েছে রেলগাড়ির ব্রেকের তার!

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বাসিন্দাদের অন্যতম প্রধান চলাচলের মাধ্যম রেলগাড়ি। আর একটি ট্রেনে প্রতিদিন অন্তত কয়েক লাখ লোক চলাচল করে। তেমনই একটি ট্রেনের ব্রেকের তার চিবিয়ে খেয়েছে পিঁপড়া। মুম্বাইয়ের কল্যাণ-ছত্রপতি শিবাজি রেলগাড়িতে গতকাল বুধবার দুপুরে এই ত্রুটি ধরা পড়ে।
ট্রেনটি তখন মাতুঙ্গা এলাকা পার হয়ে এসেছিল। হঠাৎ ট্রেনের মোটরের দায়িত্বরত কর্মচারী ট্রেনের ড্যাশবোর্ডের ওপর একটি আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। এ সময় ট্রেনের বিদ্যুৎ ও বায়ুচালিত প্রাথমিক ব্রেকটিও (ইপি ব্রেক) ঠিকভাবে কাজ করছিল না। পরে তিনি দ্বিতীয় ব্রেক টেনে ট্রেনটিকে থামিয়ে দেন।
এরপর রেলওয়ের প্রকৌশলীরা এসে দেখতে পান, ট্রেনের ব্রেকের তার পিঁপড়ায় খেয়ে ফেলেছে। এরপর দ্বিতীয় ব্রেকের সাহায্যে ট্রেনটিকে মুম্বাইয়ের প্রধান রেল গ্যারেজে নিয়ে আসা হয়।
রেলের প্রকৌশলী জানান, ইপি ব্রেকের প্রাথমিক অংশের ভেতর লাল পিঁপড়া বাসা বেঁধেছিল। ছোট্ট এই প্রাণী এই সময় ব্রেকের তার ও পেতলের অংশ ক্ষতিগ্রস্ত করে। তবে ওই প্রকৌশলী আরো বলেন, প্রাথমিক ব্রেক ক্ষতিগ্রস্ত হলেও ট্রেন থামিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার ঘটেনি। অটো ব্রেকের সাহায্যে অনায়াসেই ট্রেনটি নিয়ন্ত্রণ করা যেত। ট্রেনটি থামানোতে যাত্রীদের মনে অহেতুক আতঙ্ক সৃষ্টি হয়েছে।