গরু চোরাচালান নিয়ে বাংলাদেশ-ভারত বসছে কাল

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে গরু চোরাচালান এবং অনুপ্রবেশের বিষয় দুটি। আগামীকাল সোমবার দুই দিনব্যাপী এই বৈঠক শুরু হচ্ছে। আসামভিত্তিক সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত আনার কয়েক দিনের মধ্যেই দুই দেশের সচিব পর্যায়ের এই বৈঠক শুরু হতে যাচ্ছে।
দি ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহরিশি বাংলাদেশে গরু পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নিতে দেশটির স্বরাষ্ট্রসচিব মো. মোজ্জাম্মেল হক খানকে অনুরোধ করবেন।
একটি সরকারি হিসাব মতে, ভারত থেকে বাংলাদেশে গরু পাচার হওয়ার হার ৭০ শতাংশ কমে গেছে। যার ফলাফল হিসেবে সেখানে গরুর মাংসের দাম তুলনামূলকভাবে বেড়ে গেছে।
গত সেপ্টম্বর মাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন যে, প্রতি বছর ২০ থেকে ২২ লাখ গবাদি পশু বাংলাদেশে পাচার হয়ে যায়। যা বর্তমানে দুই থেকে আড়াই লাখে নেমে এসেছে।
দুদিনের এই বৈঠকে ভারতীয় প্রতিনিধিরা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বিষয়টি নিয়েও আলোচনা করবেন। সেই সঙ্গে এই অনুপ্রবেশ বন্ধে কী কী পদক্ষেপ বা কৌশল গ্রহণ করা যায় সে বিষয়েও আলোচনা করা হবে। ক্ষমতায় আসার আগে এই বিষয়টি বিজেপির নির্বাচনী ইস্যুও ছিল।
আসামভিত্তিক সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ভারত সরকারের হাতে তুলে দেওয়ার এবং ভারত থেকে বাংলাদেশের সাজাপ্রাপ্ত অপরাধী নূর হোসেনকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার অল্প দিনের মধ্যেই দুই দেশের সচিবপর্যায়ের এই বৈঠক শুরু হতে যাচ্ছে।
দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে হত্যা সমস্যা নিয়ে আলোচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ত্রিপুরা সীমান্তে বাংলাদেশের সীমান্ত ফাঁড়ি তৈরি করতে বাংলাদেশকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এই ফাঁড়িটির জন্য নির্ধারিত স্থানে যাওয়া প্রায় অসম্ভব হওয়ায় ফাঁড়ি তৈরি করতে ভারতের মাটি ব্যবহার করে প্রকৌশলী, কাঁচামাল এবং শ্রমিক পরিবহন করতে অনুমতি চেয়েছে বাংলাদেশ।