তামিলনাড়ুতে ভারি বর্ষণে ৪৫ জনের মৃত্যু

ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারি বর্ষণে ৪৫ জন মারা গেছে। প্রাকৃতিক দুর্যোগে গত তিনদিনে এই মৃত্যু হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজ্যটির বেশ কয়েকটি জায়গায় আগামী কয়েকদিন উত্তর-পূর্বাঞ্চলীয় মৌসুমী ভারি বৃষ্টিপাত হবে।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আরো জানায়, গত তিনদিনে তামিলনাড়ুতে তিনশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাধারণত এই অঞ্চলে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়।
প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুদ্দালোর জেলায়। প্রবল বর্ষণে ঘরের মাটির দেয়াল ভেঙে ও অন্যান্য কারণে এই অঞ্চলে ২৭ জন লোক মারা গেছে। এ ছাড়া বৃষ্টিপাতের কারণে ১০৮টির মতো গবাদি পশু ও হাঁসমুরগি মারা গেছে।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা বৃষ্টিপাতের কারণে যারা মারা গেছে তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া, প্রবল বর্ষণের ঘটনায় মারা যাওয়া গরু-ছাগল ও হাঁস-মুরগির মালিকদের ত্রাণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মৃত গরুর মালিকদের প্রত্যেককে ২০ হাজার রুপি, ছাগলের মালিকদের প্রত্যেককে ২ হাজার রুপি এবং হাঁস-মুরগির মালিকদের প্রত্যেকে ১০০ রুপি করে সহায়তা প্রদান করা হবে।
রাজ্যের মন্ত্রী পানিরসেলভাম, নুথাম বিশ্বনাথন ও আরপি উদয়কুমার এ ত্রাণ তৎপরতা দেখভাল করবেন বলেও এক ভাষণে উল্লেখ করেছেন জয়ললিতা।