লালু-নিতীশের জয়, বিজেপির আরেকটি পরাজয়

ভারতের বিহার রাজ্যের বিধানসভার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লালু প্রসাদ ও নিতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোট। বিধানসভার ২৪৩ আসনের মধ্যে মহাজোট পেয়েছে ১৭১টি। আর নির্বাচনে আরেকবার লজ্জাজনকভাবে পরাজিত হলো কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। তারা পেয়েছে মাত্র ৬৪ আসন। তাই রাজ্য সরকার গঠন করবেন লালু-নিতীশই। আর এর মুখ্যমন্ত্রী থাকছেন নিতীশ কুমার।
বিহার বিধানসভার ২৪৩টি নির্বাচনী এলাকারই ফলাফল ঘোষিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) পেয়েছে ৭৭টি আসন। দলটি ১০১টি আসনে নির্বাচন করে। আর সাবেক মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের জনতা দল সংযুক্ত (জেডিইউ) পেয়েছে ৭০টি আসন। এই দলটিও ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। আর দল দুটির নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ১৭১টি আসন। অপরদিকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি পেয়েছে মাত্র ৬৪টি আসন। জোট ও বিজেপির বাইরে গেছে সাতটি আসন।
ফলাফল জানার পর জেডিইউর প্রধান শারদ যাদব বলেন, তাদের দল আরজেডির চেয়ে কম ভোট পেলেও নিতীশ কুমারই মুখ্যমন্ত্রী থাকছেন। আর নির্বাচনের ফলাফল জানার পূর্বে লালুপ্রসাদ যাদবও একই কথা বলেন। তিনি বলেছিলেন, তার দল জিতলেও নিতীশই মুখ্যমন্ত্রী থাকবেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিতীশ মুখমন্ত্রী থাকলেও বিধানসভায় বড় প্রভাব থাকবে লালুপ্রসাদ যাদবের। জ্যেষ্ঠ কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেন, নিতীশ কুমার বিহারের সবচেয়ে জনপ্রিয় নেতা কিন্তু লালুপ্রসাদ যাদবের সামাজিক ভিত্তি সবচেয়ে শক্ত। লালু দুই মেয়াদে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন।
নির্বাচনের পর পরই বিজেপির কোনো বক্তব্য না পাওয়া গেলেও নিতীশকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটার-বার্তায় মোদি জানান, তিনি টেলিফোন করে নিতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। আর নিতীশ কুমারও এক টুইটার-বার্তায় প্রধানমন্ত্রীর অভিনন্দন জানানোর কথা নিশ্চিত করেছেন।
বিহার নিয়ে চলতি বছরই দুটি বড় পরাজয়ের স্বাদ পেল ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এর আগে ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভার নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির (এএপি) কাছে বড় ব্যবধানে পরাজিত হয় বিজেপি। সেখানে নির্বাচনের ৭০টি আসনের মধ্যে ৬৭টিই দখল করে এএপি। বিজেপি পায় মাত্র তিনটি আসন।